পরিবহণ মন্ত্রীর মানবিক মুখ ও এক জননেতার দৃষ্টান্ত !!

Indiapost24 Web Desk :গত ৬  ডিসেম্বর দুপুরে খড়গপুর শহরে এক পথ দুর্ঘটনার স্বীকার হয়  খড়গপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের গুরুদ্বার রোড এলাকার বাসিন্দা অঙ্কিত প্রজাপতি,পেশায় বিভিন্ন কোম্পানির মোবাইলের সিম সরবরাহকারী | সূত্রের খবর সেদিন মোটরবাইক চালিয়ে যাবার সময় একটা পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা মারে | ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে কলকাতার এক বেসরকরি হসপিটালে ভর্তি করা হয় | চিকিৎসা শেষে ঐ হসপিটালে  খরচ বাবদ বকেয়া থেকে যায় ১ লক্ষ ৮০ হাজার টাকা  | 

আর এই বকেয়া টাকা মেটাতে না পারায় সুস্থ হয়ে ওঠা যুবককে হসপিটালেই পড়ে  থাকতে হয় | ফলে অথৈ জলে পড়েছিলেন প্রজাপতি পরিবার ও তাঁর স্বজন বন্ধুরা | কি করবেন ? কোথায় যাবেন যখন এই ভেবে তাঁরা হাহুতাশ করছিলেন ঠিক সেইসময় ত্রাতার ভূমিকায় সামনে এসে পরিবারকে সাহায্যের হাত বারিয়ে দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী | তিঁনি তৎক্ষণাৎ ওই বেসরকারী হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ৫০ হাজার টাকা মঞ্জুর করে দেন এবং বাকী এক লক্ষ টাকা নিজে দিয়ে যুবককে ছাড়াবার ব্যাবস্থা করেন |

এই ভাবে শুভেন্দু বাবুর খড়্গপুর শহরে কোনো দায়িত্বে না থেকেও সময়মতো এক গরিব পরিবার কে সহায়তা করার মধ্যে দিয়েই আরো একবার প্রমাণিত হলো যে জননেতাদের কাজ ও পরিসরের ক্ষেত্রের  কোনো পরিধি থাকেনা তাই হয়তো প্রায়ই শুধু তৃণমূল দলেই নয় গোটা বাংলায় তাঁকে নিয়ে  খুব  যথার্থই একটা গুঞ্জন ও চর্চা শোনা যায় তিনি নাকি বর্তমানে দলের সেকেন্ড ইন কম্যান্ড..  
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment