Indiapost24 Desk :বিজেপির রাজ্য নেতৃত্ব উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ও উত্তর ২৪ পরগণার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে গিয়ে চরম মাসুল দিলেন |গেরুয়া শিবিরে যোগদানকারি তৃনমূল কংগ্রেসের প্ৰাক্তন সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় নোয়াপাড়ায় তৃনমূল কংগ্রেসের প্ৰাক্তন বিধায়ক মঞ্জু বসুকে প্রার্থী করার সিদ্ধান্ত নিতে দলের কেন্দ্ৰীয় নেতৃত্বকে আর্জি জানিয়েছিলেন |
কৈলাশ বিজয়বর্গিও রিপোর্ট পাওয়ায় পর দলের কেন্দ্ৰীয় নেতৃত্ব নোয়াপাড়ায় মঞ্জু বসুর নাম ঘোষণা করেন |কিন্তু মমতা আস্থা দেখিয়ে মঞ্জু বসু বিজেপি নেতৃত্বকে বেকায়দায় ফেলে তৃনমূল কংগ্রেসে থাকার সিদ্ধান্ত জানান |এরপর নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী হিসেবে দলের বারাকপুর জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের নাম আজ ঘোষনা করা হয় |
একই ভাবে বিজেপির হাওড়া গ্রামীন জেলার সভাপতি অনুপম মল্লিকের নাম ঘোষিত হোয়েছে |রাজনৈতিক মহল মনে করছে ,উপনির্বাচনে বিজেপি প্রার্থী দেওয়া নিয়ে কেন্দ্ৰীয় নেতৃত্ব মুকুলে এর পাশে থাকলেও শেষ পর্যন্ত রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাঠানো প্রস্তাবেই সীলমোহর দিতে রাজি হোয়েছে দলের কেন্দ্ৰীয় নেতৃত্বকে |
কৈলাশ বিজয়বর্গিও রিপোর্ট পাওয়ায় পর দলের কেন্দ্ৰীয় নেতৃত্ব নোয়াপাড়ায় মঞ্জু বসুর নাম ঘোষণা করেন |কিন্তু মমতা আস্থা দেখিয়ে মঞ্জু বসু বিজেপি নেতৃত্বকে বেকায়দায় ফেলে তৃনমূল কংগ্রেসে থাকার সিদ্ধান্ত জানান |এরপর নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী হিসেবে দলের বারাকপুর জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের নাম আজ ঘোষনা করা হয় |
একই ভাবে বিজেপির হাওড়া গ্রামীন জেলার সভাপতি অনুপম মল্লিকের নাম ঘোষিত হোয়েছে |রাজনৈতিক মহল মনে করছে ,উপনির্বাচনে বিজেপি প্রার্থী দেওয়া নিয়ে কেন্দ্ৰীয় নেতৃত্ব মুকুলে এর পাশে থাকলেও শেষ পর্যন্ত রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাঠানো প্রস্তাবেই সীলমোহর দিতে রাজি হোয়েছে দলের কেন্দ্ৰীয় নেতৃত্বকে |
0 comments:
Post a Comment