পথবাতি দ্বারা আলোকিতকরণ প্রকল্প

Indiapost24 Web Desk:অনেকের মতে বর্তমানে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড ও পোড় খাওয়া রাজনীতিবিদ,মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর খাস তালুকে  মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় বাংলার উন্নয়নের  গতি কে অব্যাহত রাখতে ব্রজলালচক মোড় থেকে চৈতন্যপুর মোড় অবধি পথবাতি দ্বারা আলোকিতকরণ প্রকল্পের মঙ্গলবার শুভ উদ্বোধন হল | উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী , বিধায়ক ভাই দিব্যেন্দু অধিকারী সহ অন্যান্য রাজনৈতিক ব্যাক্তিত্ব বর্গ | 


তৃণমূল জামানায় উন্নয়ণের জোয়ারে গ্রাম থেকে শহর যে হাসছে তা আরেক বার চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিল আজকের এই আলোকিতকরণ প্রকল্প | যা ৩৪ বছরে বাম সরকার করতে পারেনি তা এই ক্ষুদ্র সময়ের পরিসরে ৬ বছরেই  তৃনমূল সরকার করে দেখালো | 

এক স্থানীয় বাসিন্দা মুনমুন সাহা এ প্রসঙ্গে বলেন ওরা তো ৩৪ বছরে ৩৪ টা লাইট লাগিয়েছে কিনা সন্দেহ | কারণ ওদের সময় তো সারাদিন কোটো বাজিয়ে পয়সা তুলতেই চলে যেত | আর সে সময় লাইট লাগাবেই বাকি ২ ঘন্টাও তো সারাদিনে কারেন্টই থাকত না | এখন আর কেউ বলবে যে এই সরকারের আমলে কারেন্ট কোথাও নেই |এই ভাবে এই দিন এলাকাবাসী সরকারের তরফে এহেন প্রকল্পের জন্য সাধুবাদ  জানালো..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment