সকালে ঘুম থেকে উঠে সবকিছুর আগে আমরা যে কাজটি করি তা হচ্ছে টুথব্রাস। অনেকে ঘুমানোর আগেও এই কাজ করে ফেলেন। কিন্তু আপনি কি জানেন যা দিয়ে মহামূল্যবান দাঁত আমরা পরিষ্কার করি তা কী দিয়ে তৈরি? বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে আমরা নানা রকমের টুথপেস্ট ব্যবহার করি। টুথপেস্টের টিউবের একেবারে নীচের অংশে লাল, কালো, সবুজ বা নীল রঙের দাগ থাকে, লক্ষ্য করেছেন কি? এই রঙগুলির মানে জানেন? আসুন জেনে নেওয়া যাক
কালো ➡
টুথপেস্টের টিউবে যদি কালো রঙের দাগ থাকে, তা হলে তার অর্থ, এই টুথপেস্ট তৈরি করতে শুধুমাত্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে।
সবুজ ➡
যদি আপনার টুথপেস্টের টিউবে সবুজ রঙের দাগ দেখেন, তা হলে বুঝতে হবে এই টুথপেস্ট তৈরি করতে মূলত বিভিন্ন প্রাকৃতিক উপাদানের ব্যবহার করা হয়েছে।
লাল ➡
আপনার টুথপেস্টের টিউবে যদি লাল রঙের দাগ দেখেন তাহলে তার অর্থ, এই টুথপেস্টটি কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্যের মিশ্রণে তৈরি করা হয়েছে।
নীল ➡
যদি টুথপেস্টের টিউবে নীল রঙের দাগ দেখেন, তাহলে তার অর্থ, এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদানের সঙ্গে কিছু ওষুধ ব্যবহার করা হয়েছে।
কালো ➡
টুথপেস্টের টিউবে যদি কালো রঙের দাগ থাকে, তা হলে তার অর্থ, এই টুথপেস্ট তৈরি করতে শুধুমাত্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে।
সবুজ ➡
যদি আপনার টুথপেস্টের টিউবে সবুজ রঙের দাগ দেখেন, তা হলে বুঝতে হবে এই টুথপেস্ট তৈরি করতে মূলত বিভিন্ন প্রাকৃতিক উপাদানের ব্যবহার করা হয়েছে।
লাল ➡
আপনার টুথপেস্টের টিউবে যদি লাল রঙের দাগ দেখেন তাহলে তার অর্থ, এই টুথপেস্টটি কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্যের মিশ্রণে তৈরি করা হয়েছে।
নীল ➡
যদি টুথপেস্টের টিউবে নীল রঙের দাগ দেখেন, তাহলে তার অর্থ, এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদানের সঙ্গে কিছু ওষুধ ব্যবহার করা হয়েছে।
0 comments:
Post a Comment