ভেটিভার ঘাসের তৈরি হস্তশিল্পের প্রসারের উদ্যোগ রাজ্যের !!!


Indiapost24 Web Desk :   ভেটিভার ঘাসের তৈরি হস্তশিল্পের প্রসারের জন্য রাজ্য সরকার নদিয়া জেলায় চারটি কেন্দ্র তৈরি করেছে | নাকাশিপাড়ায় দুটি কেন্দ্র খোলা হোয়েছে , তেহট্ট ও কৃষ্ণনগরে একটি করে কেন্দ্র তৈরি হোয়েছে | চেষ্টা করা হচ্ছে রাণাঘাটে আর একটা কেন্দ্র খোলার |
                           রাজ্য সরকারের এক আধিকারিকের মতে সরকারি ও বেসরকারি দপ্তর , বাণিজ্য কেন্দ্র , এবং আবাসন গুলিতে ভেটিভার সামগ্রীর খুব চাহিদা  | ভেটিভারের তৈরি টেবিল ম্যাট , ডোর ম্যাট , টেবিল সাজানোর সামগ্রীর চাহিদা তুঙ্গে | বেশিরভাগ ভেটিভার শিল্পীই মহিলা , মহিলাদের স্বণির্ভর গোষ্ঠীই এই কেন্দ্র গুলি চালাচ্ছে | 
                            এক অনন্য উদ্যোগে রাজ্য সরকার এই ঘাস ব্যাবহার করছে নদীপাড়ের ভাঙ্গন রোধে | এখন নদিয়ায় ছটি নদীর পাড়ে এই ঘাস ব্যাবহার করা হচ্ছে - চূর্ণী , মাথাভাঙ্গা , জলঙ্গি , ইছামতি , পদ্মা ও ভাগীরথী | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের নাম দিয়েছেন সবুজায়ন | নদিয়া জেলায় সফল ভাবে ভেটিভার ঘাস ব্যাবহার করে ভাঙ্গন রোধের পর এখন এই ঘাস পূর্ব মেদিনীপুরেও ব্যাবহার করা হচ্ছে | উল্লেখ্য যে ব্যাগে করে মুখ্যমন্ত্রীর মস্তিস্কপ্রসূত ' 'সবুজ শ্রী ' প্রকল্পের চারা দেওয়া হয় সেগুলিও ভেটিভার ঘাসের তৈরি |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment