Indiapost24 Web Desk : কলকাতা পুলিশ চালু করল নতুন প্রকল্প দামিনী পথ শিশুদের জন্য শিক্ষামূলক ও স্বাস্থ্য সম্পর্কিত এই প্রকল্প | অর্থনৈতিক ভাবে পিছিয়ে পরা সমাজের মেয়েদের ফুটবল প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা হবে | এই প্রকল্পের উদ্বোধন হয় ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ | এই প্রথম কলকাতা পুলিশ এইরকম উদ্যোগ নিয়েছে | এই প্রকল্পে তাঁদের সাহায্য করবে স্বেচছাসেবী সংস্থা শ্রীজা ইন্ডিয়া | এই প্রকল্পটির মাধ্যমে মেয়েরা আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি টিম ওয়ার্কার গুরুত্ব বুঝতে পারবে যা তাঁদের ভবিষ্যতে সমাজে সম্মানের সঙ্গে মিশতে সাহায্য করবে |
সপ্তাহে পাঁচটা জায়গায় এই কোচিং দেওয়া হবে | পূর্ব ,পশ্চিম ,উত্তর ,দক্ষিণ , ও মধ্য কলকাতায় | আনুমানিক ৫০ টি মেয়ে যাঁদের বয়স ১০ থেকে ১৬ বছরের মধ্যে প্রতিটা কেন্দ্রে প্রশিক্ষণ পাবে | প্রতি সেশনে তাদের ২ ঘন্টা করে প্রশিক্ষণ দেওয়া হবে |
0 comments:
Post a Comment