মোদীর বক্তব্যকে বিকৃত করার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে .....

NNS :গতকাল কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে বিজেপির জনসভায় প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে ভুল ভাবে বাখ্যা করার অভিযোগ তোলা হল কংগ্রেস মুখপাত্র দিব্যা স্পন্দনার বিরুদ্ধে | জানা গেছে যে জনসভায় নরেন্দ্র মোদী বলেন যে , কৃষকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তাঁর সরকার | 

একথা বলতে গিয়ে তিঁনি টপ কথাটি ব্যবহার করেন | কংগ্রেস মুখপাত্র মোদীর বক্তব্যকে কটাক্ষ করে টুইটারে লেখেন যে পটের ওপর দাঁড়িয়ে কৃষকদের কথা মনে পড়েছে প্রধানমন্ত্রীর |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment