যোগীরাজে বিপন্ন সাংবাদিক , সশস্ত্র দুষ্কৃতি হামলা

NNS : যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি আমলে খোদ লখনৌয়ে সাংবাদিক আবিদ আলীর ওপর দুষ্কৃতিরা সশস্ত্র হামলা চালায় | কিন্তু তাঁদের চেষ্টা ব্যার্থ হোয়ে যায় আবিদ আলির স্ত্রীর সাহসিকতার জন্য | জানা গেছে যে ৫ - ৬ সশস্ত্র দুষ্কৃতি বাড়ীতে এসে বেল বাজায় | 

সিসিটিভিতে ধরা পরেছে যে  , আবিদ আলি দরজা খুলে বেরিয়ে এলে দুষ্কৃতিরা তাঁকে মারধোর শুরু করে হামলা চালায় | সেইসময় সাহসিকতা দেখিয়ে সাংবাদিকের আইনজিবী স্ত্রী বেরিয়ে এসে লাইসেন্স প্ৰাপ্ত রিভলবার থেকে গুলি চালাতে শুরু করেন |

 এরপর দুষ্কৃতিরা পালিয়ে যায় | পুলিশ ঘটনাস্থলে এসে মামলা রুজু  করেছে , দুষ্কৃতিদের খোঁজ চলছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment