বদলাচ্ছে না মোবাইল নম্বর !!!


Indiapost24 Web Desk : আপাতত বদলাচ্ছে না মোবাইলের 10 ডিজিটের বর্তমান নম্বর। এই মর্মে বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় দুরো সঞ্চার মন্ত্রক । কার্ড সোয়াইপ মেশিন এর মত যন্ত্রে যে সিম ব্যবহার করা হয় তার নম্বর বদল করা হবে।
আগামী অক্টোবর মাস থেকে এই নম্বর বদলে প্রক্রিয়া শুরু করা হবে। তবে এই প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না সাধারন মোবাইল ব্যবহারকারীদের ওপর।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment