NNS : অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির পাঞ্জাব ইউনিটের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ভগবান মান | তবে তিঁনি আপ থেকে পদত্যাগ করলেও দুর্নিতির বিরুদ্ধে পাঞ্জাবের আম আদমির পক্ষে লড়াই চালিয়ে যাবেন বলে টুইট বার্তায় জানান | ভগবান মান লিখেছেন যে ' পাঞ্জাবে দলের সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি আমি | কিন্তু ড্রাগ মাফিয়া ও পাঞ্জাবের সব ধরণের দুর্নিতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে ' |
আপের পাঞ্জাব সভাপতির পদত্যাগ !!!
NNS : অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির পাঞ্জাব ইউনিটের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ভগবান মান | তবে তিঁনি আপ থেকে পদত্যাগ করলেও দুর্নিতির বিরুদ্ধে পাঞ্জাবের আম আদমির পক্ষে লড়াই চালিয়ে যাবেন বলে টুইট বার্তায় জানান | ভগবান মান লিখেছেন যে ' পাঞ্জাবে দলের সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি আমি | কিন্তু ড্রাগ মাফিয়া ও পাঞ্জাবের সব ধরণের দুর্নিতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে ' |
0 comments:
Post a Comment