Indiapost24 Web Desk : মধ্য কলকাতার ব্যাস্ততম নিউ মার্কেট এলাকা থেকে কলকাতা পুলিশের এসটিএফের হাতে ২ জন জাল নোট পাচারকারী গ্রেপ্তার হয়েছে | ধৃত জাল নোট পাচারকারীদের কাছ থেকে ১০ লক্ষ টাকার ২ হাজার ও ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে |
এছারা পুলিশ স্টিকার লাগানো একটা গাড়িও আটক করা হয় | কলকাতায় গতকাল তারা নিউ মার্কেট এলাকায় একটা দোকান থেকে জাল নোট ব্যাবহার করে জিনিস কেনার চেষ্টা করে | দোকান মালিকের সন্দেহ হওয়ায় নিউ মার্কেট থানায় খবর দেওয়া হয় | পরে পুলিশ জাল নোট পাচারকারিদের গ্রেপ্তার করে |
0 comments:
Post a Comment