উন্নয়নের জোয়ার উত্তরবঙ্গে !!!


সুজিত ঘোষ :
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় আজ জলপাইগুড়ি জেলায় রায়গঞ্জ ব্লকের ২ নম্বর ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুঁটিমারী জুগিভিটা গ্রামে সাহু নদীর ওপরে যথাক্রমে ৮.৫ কোটি টাকা খরচে ৫০ ফুট লম্বা একটি ব্রিজ ও ৪ কোটি টাকা খরচে ৪০ ফুট লম্বা আরেকটি ব্রিজ যাকে  আর সি সি সেতু নামে অভিহিত করা হয়েছে যেগুলিকে  উদ্বোধন করলেন উত্তরবঙ্গের উন্নয়ণমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ | 

তিঁনি আমাদের ওয়েব মাধ্যমকে জানান - এই সরকারের মূল লক্ষ্যই হল উন্নয়ন | আর উন্নয়নের সঙ্গে কোন আপোষ নয় | বিরোধিরা যা কোনোদিনও ভাবতে পারেনি আমরা সেটাই করে দেখাবো |এটাই আমাদের বিরোধিদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ | আর তাই দীর্ঘদিনের গ্রামবাসীদের নদী পারা  -পারের  সমস্যাকে লাঘব করতেই আজ সাহু নদীর ওপরে এই সেতু গুলির  উদ্বোধন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment