দেশের বর্তমান সময়ের সেরা কমেডিয়ানের নাম কপিল শর্মা। কমেডি শো দিয়েই তিনি তারকা হয়েছেন। আবারও নতুন আরো একটা শো নিয়ে ময়দানে নামছেন, খুব শিগিগিরই ছোট পর্দায় আসছে তার নতুন কমেডি শো।
সেই উপলক্ষে নিজেই নিজেকে একটি গিফট দিয়েছেন কপিল। সম্প্রতি টুইটারে তার নতুন ভ্যানিটি ভ্যানের ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন শো, নতুন ভ্যান।’
কপিলের নতুন টেলিভিশন শো-য়ের নাম ‘ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’। ক’দিন আগেই এটির ছোট্ট একটি টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। নতুন শো উপলক্ষেই নাকি অসাধারণ এই ভ্যানিটি ভ্যানটি কিনেছেন কপিল। সেই ভ্যানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বলছেন, ‘এটা পাঁচতারা হোটেলের ঘরের চেয়ে কোনো অংশে কম নয়!’
নতুন ভ্যানিটি ভ্যানের ভিতরের কয়েকটি নকশার ছবিও সোশ্যাল সাইটে শেয়ার করেছেন তিনি। কী নেই এই ভ্যানিটি ভ্যানে! মেকআপ রুম, বিশ্রাম ঘর, আধুনিক সুবিধাযুক্ত বাথরুম, টিভি, মিউজিক সিস্টেম সবই রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত এই ভ্যানের দরজা নাকি স্বয়ংক্রিয়।
সেই উপলক্ষে নিজেই নিজেকে একটি গিফট দিয়েছেন কপিল। সম্প্রতি টুইটারে তার নতুন ভ্যানিটি ভ্যানের ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন শো, নতুন ভ্যান।’
কপিলের নতুন টেলিভিশন শো-য়ের নাম ‘ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’। ক’দিন আগেই এটির ছোট্ট একটি টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। নতুন শো উপলক্ষেই নাকি অসাধারণ এই ভ্যানিটি ভ্যানটি কিনেছেন কপিল। সেই ভ্যানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বলছেন, ‘এটা পাঁচতারা হোটেলের ঘরের চেয়ে কোনো অংশে কম নয়!’
নতুন ভ্যানিটি ভ্যানের ভিতরের কয়েকটি নকশার ছবিও সোশ্যাল সাইটে শেয়ার করেছেন তিনি। কী নেই এই ভ্যানিটি ভ্যানে! মেকআপ রুম, বিশ্রাম ঘর, আধুনিক সুবিধাযুক্ত বাথরুম, টিভি, মিউজিক সিস্টেম সবই রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত এই ভ্যানের দরজা নাকি স্বয়ংক্রিয়।
0 comments:
Post a Comment