মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গান্ধীজির স্বাধশতবর্ষ উদযাপন কমিটি গড়ল রাজ্য সরকার !!!


Indiapost24 Web Desk : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গান্ধীজির স্বাধশতবর্ষ উদযাপন কমিটি গড়ল রাজ্য সরকার | এই কমিটি গঠন হয় ১৮ ঐ এপ্রিল , কমিটির সদস্য সংখ্যা ৪৬ জন | কমিটিতে সংসদ মন্ত্রীরাও আছেন | কমিটির প্রথম বৈঠকে বেশ কয়েক টি সিদ্ধান্ত গৃহীত হয় , উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের  সহ উপচার্যরাও |

 কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি স্থায়ী চেয়ার করা হবে গান্ধীজির নামে | বেলেঘাটার গান্ধীভবন যা বর্তমানে দেখাশুনা করে পূর্ত দপ্তর , সেটিকেও পুরোপুরিভাবে রাজ্যসরকার অধিগ্রহণ করবে | এই হেরিটেজ বাড়ির সংস্কারও রক্ষনাবেক্ষন করবে রাজ্য | এছাড়া  ২ রা অক্টোবর ঐ বাড়ীতে একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে | রাজ্য সরকার এই অনুষ্ঠানসূচি তৈরি করবে | 

গান্ধীজির পদাঙ্ক অনুসরণ করে স্কুল , কলেজ , অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আবৃত্তি পাঠ , ও রচনা লেখার প্রতিযোগিতার আয়োজন করা হবে | গান্ধীজির বার্তা রাজ্যের মানুষের মধ্যে বিশেষত যুবকদের মধ্যে প্রচার করার কর্মসূচী নেওয়া হয়েছে | এবছর ২ রা অক্টোবর ঐ বাড়ীতে একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে | রাজ্য সরকার এই অনুষ্ঠানসূচি তৈরি করবে | গান্ধীজির পদাঙ্ক অনুসরণ করে স্কুল , কলেজ , অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আবৃতি পাঠ ও রচনা লেখার প্রতিযোগিতার আয়োজন করা হবে | 

গান্ধীজির বার্তা রাজ্যের মানুষের মধ্যে বিশেষত যুবদের মধ্যে প্রচার করার কর্মসূচী নেওয়া হয়েছে | গান্ধীজির ভাষণ লিপিবদ্ধ একটা পুস্তক  যার নাম রাখা হয়েছে ' জাতির জনক ' প্রকাশিত হবে ২ রা অক্টোবর | যেহেতু ভারতের স্বাধীনতা আন্দোলনে পূর্ব মেদনীপুরের খুব গুরুত্বপুর্ণ ভূমিকা আছে , ওখানকার কোন একটা বিশ্ববিদ্যালয়কে গান্ধীজির নামাঙ্কিত করা হবে | রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতেও বিভিন্ন ভাবে স্বাধশতবর্ষ উদযাপন করা হবে | গান্ধীজির বিষয়ে মানুষের জ্ঞান বাড়াতে প্রেসিডেন্সি বিদ্যালয়ে একটা কেন্দ্র আছে | সেখানেও সেমিনার ও সম্মেলনের আয়োজন করা হবে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment