আল্লামা রুহুল আমিন ফাউন্ডেশন এর উদ্যোগে পথ সচেতনতা কর্মসূচীতে পথচারীদের হেলমেট প্রদান !!!



স্নেহাশিষ মুখার্জি: 
প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের  মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 'সেফ ড্রাইভ সেফ লাইফ ' পথ সচেতনতা কর্মসূচীতে হেলমেট বিহীন বাইক আরোহীদের হেলমেট প্রদান করল আল্লামা রুহুল আমিন ফাউণ্ডেশন নামে একটি স্বেচ্ছা সেবী সংগঠন | 

এদিন  সকালে বসিরহাট প্রসাশন ও আল্লামা রুহুল আমিন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রায় ২০০ হেলমেটবিহীন বাইক আরোহীকে হেলমেট প্রদান করা হয় | মূলতঃ বাইক আরোহীদের সচেতনতা বাড়ানোই ছিল এই কর্মসূচীর উদ্দেশ্য | সংস্থার সম্পাদক খোবায়েব আমিন বলেন ' প্রসাশনের তরফ থেকে এত প্রচার সত্বেও মানুষ কিভাবে হেলমেটবিহীন অবস্থায় বাইক চালাচ্ছে তা খুবই আশ্চর্যজনক ব্যাপার | এত দূর্ঘটনা প্রতিনিয়ত মানুষ চলার পথে দেখছে , শুনছে কিন্তু মানুষের ভাবনার , চিন্তাধারার কোনোরূপ পরিবর্তণ হয়নি | মানুষ জ্ঞান পাপী , তাঁরা অন্য জনকে উপদেশ দিচ্ছে হেলমেট পরতে আর নিজেই হেলমেটবিহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে | মানুষ কোনওভাবেই সচেতন হচ্ছে না , সেই কারণে সাধারণ নাগরিকদের সচেতন করার জন্য আমাদের সংস্থা থেকে পথ সচেতনতার ক্ষুদ্র প্রয়াস হিসাবে হেলমেট বিতরণ করা হচ্ছে | 


বসিরহাট  ডিএসপি ট্রাফিক মোহতাসিন আখতার জানান 'পুরুষ মহিলা নির্বিশেষে এই আইন কার্যকরী হবে | অদূর ভবিষ্যতে যদি কোন মহিলাও হেলমেটবিহীন অবস্থায় ধরা পরে অবশ্যই তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে ' | সংস্থার সদস্যরা  ছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাট ডিএসপি ট্রাফিক মোহতাসিন আখতার , বসিরহাটের আইসি বিশ্বজিৎ ভট্টাচার্য ও অন্যান্যরা  |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment