আগামীকাল পঞ্চায়েত মামলার রায় !!!


Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলার তিন দিনের শুনানি আজ শেষ হলো| আগামীকাল বিকেল সাড়ে চারটে রায় দেবেন বিচারপতি সুব্রত তালুকদার| ততক্ষনে বহাল থাকবে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ| আজ এই মামলায় সওয়াল করেন  কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী, সমীর পুতুতুন্ডু , বিকাশ রঞ্জন ভট্টাচার্য|

 আজ সওয়াল  পর্বে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, " রাজ্য নির্বাচন কমিশন একটি সংবিধানের অংশ| আমি শংকিত যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে|" তিনি আরো বলেন, " কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বলে কমিশন যা ইচ্ছা তাই করতে পারে না| কারণ কমিশনকে মনে রাখা উচিত তিনিও সংবিধানের একটি অংশ|"
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment