সন্ত্রাসমুক্ত নির্বাচনের দাবীতে অনশনে প্রদেশ কংগ্রেস !!!

 Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গের রাজনিতীতে একদিকে তৃণমূল , অপরদিকে বিজেপির রাজনৈতিক মেরুকরণের রাজনিতীতে পশ্চিমবঙ্গে ক্রমেই কংগ্রেস অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তিতে পরিণত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বে | তাই রাস্তায় নামা , আন্দোলনকেই পথ বলে মনে করছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব | 

পঞ্চায়েত ভোটে হিংসা , সন্ত্রাস ও বিরোধীমুক্ত পশ্চিমবঙ্গের স্লোগানে যঠেষ্ট রাজনৈতিক কোণঠাসা একদিকে সিপিএম সহ বাম শিবির অপরদিকে কংগ্রেস | তাই কলকাতার রাজপথে আজ গন অনশনে সামিল হলেন কংগ্রেস নেতারা |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment