মক্কা মসজিদ বিষ্ফোরণ কাণ্ডে খালাস ৫ অভিযুক্ত !!!


NNS : মক্কা মসজিদ বিষ্ফোরণ কাণ্ডে পাঁচ অভিযুক্তকে বেকসুর খালাস করল আদালত |আজ হায়দ্রাবাদে বিশেষ এন আই এ আদালত এই নির্দেশ দেয় | ২০০৭ সালের ১৮ ঐ  মে হায়দ্রাবাদে চারমিনারের কাছে মক্কা মসজিদে যখন নামাজ চলছিল তখন বিষ্ফোরণ হয় | মৃত্যু হয় নজনের | আহত হয় ৫০ জনেরও বেশি মানুষ | উদ্ধার হয় দুটি আই ডি |

 2011 সালে সিবিআইএর হাত থেকে তদন্ত ভার যায় এন আই এর হাতে | দশ অভিযুক্তের বিরুদ্ধে শুরু হয় মামলা | আদালত আজ জানায় অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে পারেনি তদন্তকারী সংস্থা | আদালত তাদের বেকসুর খালাস করে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment