NNS : গুজরাটে সাম্প্রদায়িক হিংসায় নারদা পাটিয়া হিংসা মামলা থেকে রেহাই পেলেন গুজরাটের প্ৰাক্তন মন্ত্রী তথা নরেন্দ্র মোদি - অমিত শাহদের কাছের মানুষ মায়া কোদনানি | আজ মামলার রায়দান করে গুজরাট হাই কোর্ট | তবে বজরং দলের নেতা বাবু বজরঙ্গির যাবজ্জীবন সাজা বহাল রাখে গুজরাট হাইকোর্ট |
২০১২ সালে গুজরাট হিংসা নিয়ে বিশেষ আদালত ৩১ জনকে যাবজ্জীবন সাজা দেয় | মায়া কোদনানির ২৮ বছর ও বাবু বজরঙ্গির যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল | সিটের বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন জানান সাজা প্রাপ্তরা | আজ গুজরাট আদালত মায়া কোদনানিকে সাজা থেকে রেহাই দিলেন |
0 comments:
Post a Comment