NNS : প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাতে কেন্দ্রের শাসক দল বিজেপির মোদী বিরোধীরা তলায় তলায় অতি গোপনে সক্রিয়তা চালাচ্ছেন | শাসক শিবিরের বড় অংশই মনে করছেন যে ২০১৯ সালে লোকসভার ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির সরকার গঠন করা সম্ভবপর হবে না | দলের মোদী বিরোধীরা মনে করছেন যে বিজেপি একক ভাবে ১৮০ - ২০০ আসনে জয়লাভ করতে পারে |
সামনে কোয়ালিশন সরকার তৈরি করার সম্ভবনা যঠেষ্ট জোরদার থাকবে | কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় , চন্দ্রবাবু নাইডু , নবীন পট্টনায়েক , উদ্ভব ঠাকরে প্রমুখদের সমর্থন পেতে হলে বিজেপিকে নেতা পরিবর্তণ করতে হবে | মমতা , চন্দ্রবাবু , উদ্ভব ঠাকরেরা মোদীকে কিছুতেই মেনে নেবেন না | তাই এখন থেকে রাজনাথ সিং , নিতীন গাদকারীর মত সংঘ ঘণিষ্ঠ নরমপন্থী বিজেপি নেতার নাম সামনে চলে আসছে |
যদিও মোদি ঘণিষ্ঠ বিজেপি নেতারা এক জাতীয় ইংরেজি সংবাদ পত্রে প্রকাশিত এই ধরণের সংবাদকে ভিত্তিহীন , রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন | বাজপেয়ী জামানার প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা ও বিশ্ব হিন্দু পরিষদের মোদী বিরোধী বিদ্রোহী নেতা প্রবীন তোগারিয়ার পত্র বোমা , অনশনের ব্যাপারে যে , মোদী বিরোধী বিজেপি নেতাদের গোপন মদত রয়েছে সে বিষয়ে নিঃসন্দেহে রাজনৈতিক মহল |
মমতা , চন্দ্রবাবু , উদ্ভব ঠাকরেরা মোদী বিরোধী অবস্থান নিলেও , তাঁরা যে আদবানি , রাজনাথ সিং , নীতিন গাদকারীদের ব্যাপারে যঠেষ্ট নরম মনোভাব নিয়ে চলেছেন , এমনকি গোপনে বিজেপির ভেতর মোদী বিরোধী অংশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল |
0 comments:
Post a Comment