Indiapost24 Desk:নির্বাচনমুখী গুজরাট এ বিজেপি সরকার ও বিজেপি দলের স্নায়ুর চাপ বাড়িয়ে গুজরাটের দাহরে প্রবল আদিবাসী বিক্ষোভ ঠেকাতে পুলিশ কে গুলি চালাতে হয়, এই ঘটনায় এক জনের প্রাণহানির খবর এর পাশে দু জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে.. গতকাল রাতে জেসওয়া টাউনের সামনে হাজার ও আদিবাসী বিক্ষোভকারী হিঙ্গস্রও হয়ে উঠলে তাদের মোকাবেলায় পুলিশের গুলি চালাতে হয়..থানার হেফাজতে এক আদিবাসীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষিপ্ত আদিবাসীরা থানায় ইটপাটকেল ছোড়ার পাশে একটি পুলিশ ভ্যানেও আগুন লাগিয়ে দেয়.. এ ঘটনায় কয়েকজন বিক্ষোভকারী আহত হওয়ার পাশে আটজন পুলিশকর্মীর আহত হবার খবর পাওয়া গেছে.. এদিন সকালের এক আদিবাসী যুবকের থানায় পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হাজারো আদিবাসী থানায় প্রবল বিক্ষোভ দেখাতে থাকে.. আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানানো হয়েছে.. তবে কংগ্রেস এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে.. নির্বাচনমুখী গুজরাটে আদিবাসী বিক্ষোভের কারণে পুলিশের গুলি চালনা ও আদিবাসী হত্যার ঘটনায় বিজেপি যথেষ্ট চাপে পড়লো বলেই মনে করছে রাজনৈতিক মহল
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment