গুজরাটে জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া নরেন্দ্র মোদী - অমিত শাহ


Mostak Ahamed:গুজরাটে বিজেপি ২২ বছর ধরে ক্ষমতাসীন রয়েছে । কেশুভাই প্যাটেল ,নরেন্দ্র মোদী , আনন্দীবেন প্যাটেল থেকে বিজয় রূপানি গুজরাটে বিভিন্ন নির্বাচনে জিতে দলের মুখ্যমন্ত্রী হয়েছেন । ২২ বছরের একছত্র শাসনে সাধারণ মানুষের মধ্যে প্রতিষ্ঠান বিরোধী মানসিকতার পাশে নোটবন্দি ,জি এস টি চালু একাধিক ইস্যুতে মানুষের অসন্তোষকে হাতিয়ার করে দলিত - পাতিদার ও মুসলিমদের সমর্থন নিয়ে মোদী - অমিত শাহ দের কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলেছেন কংগ্রেস নেতৃত্ব । উত্তর প্রদেশের চেয়েও গুজরাটকে পাখির চোখ করেছেন মোদী - অমিত শাহরা। গুজরাটে জয় নিশ্চিত করতে মোদীকে দলের মুখ করে অমিত শাহ গুজরাটে মাটি কামড়ে পড়ে রয়েছেন ।কংগ্রেসের অগ্রগতি রুখতে মরিয়া নরেন্দ্র মোদী - অমিত শাহরা এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল ।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment