পাঞ্জাবে শীর্ষ আরএসএস নেতা রবীন্দ্র গোঁসাইকে এদিন লুধিয়ানায় কৈলাশ নগরে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুলি করে খুন করে |আজ সকাল ৭.১৫ মিনিট নাগাদ এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে |আজ সকালে আরএসএস শাখা শেষ করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তাকে লক্ষ করে অজ্ঞাত পরিচয়কারী খুনিরা তাকে কাছ থেকে গুলি করে হত্যা করে |গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি
ঘটনাস্থলে মারা যান বলে জানা যায় |আরএসএস নেতা রবীন্দ্র গোঁসাইয়ের হত্যাকান্ডের ঘটনায় পাঞ্জাবের সংঘ পরিবার ও বিজেপি নেতা কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে |হত্যাকাণ্ডের পর লুধিয়ানার মানুষ প্রতিবাদে সরব হন |এদিকে ঘটনাস্হলে এসে পুলিশ ও গোয়েন্দা আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছেন |এর পেছনে ব্যাক্তিগত শত্রুতা না রাজনৈতিক বিরোধ তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে |
0 comments:
Post a Comment