"জয়ের উল্টো হুঙ্কার অনুব্রতর হাত ভাঙার "

স্নেহাশিষ মুখার্জি :তৃনমূল জামানায় দীর্ঘ ৬ বছর ধরে গোটা বীরভূম জেলায় যে অনুব্রত মণ্ডলের নামে বাঘে ছাগে এক ঘাটে জল খাচ্ছে সেই তাবড় দুর্দান্ত নেতার বিরুদ্ধে কয়েক হাজার মানুষের সামনে বিজেপির জয়ের সরাসরি হুঙ্কার , এ ২০১৪ সালের বিজেপি নয় , ২০১৬ সালের বিজেপি নয় ,এ আগামী ২০১৮ সালের বিজেপি | তাই অনুব্রত মন্ডল যদি বিজেপির দিকে হাত বাড়ায় তাহলে হাতটা মুচকে ভেঙে দেওয়া হবে | কথা বলার সুযোগ পর্যন্ত্য অনুব্রতকে দেওয়া হবে না | মস্তানি , গুন্ডামি , শয়তানি আর চলবে না | এরপর বিজেপির রাজ্য কমিটির সদস্য জয় সরাসরি তাঁর দুবারের ভোটে হারার জন্য অনুব্রতর সন্ত্রাসকেই দায়ী করেন | তিঁনি বলেনঃ " উঁনি কোন ক্যান্ডিডেটের কাছে হারেননি , কোন পার্টির কাছে হারেননি , কোন নীতির কাছে হারেননি , উঁনি অনুব্রতর সন্ত্রাসের কাছে হেরে গেছিলেন | ওনার চেহারাটাও বড় , কথাও বলেন বড় বড় |পঞ্চায়েত ভোট আসতেই উঁনি ওনার আসল রুপ ধারন করে নিয়েছেন | ঠিক এইভাবেই এদিনের মঞ্চ থেকে সরাসরি বিদ্রুপ করেন অনুব্রতকে জয় ব্যানার্জী | এরপর তিঁনি অনুব্রতকে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে বলেন -'ক্ষমতা থাকলে সন্ত্রাস বন্ধ করে গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে দেখাতে '| এইভাবে এদিনের সভা থেকে গোটা তৃনমূল দলের উদ্দ্যেশ্যে তিঁনি বলেনঃ -"যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করতে না দেওয়া হয় , যদি মানুষ নিজের ইচ্ছেয় ভোট দিতেই না পারে ,যদি তৃনমূল সন্ত্রাস করে আগামী পঞ্চায়েত ভোটে তাহলে বিজেপি ও ছেড়ে কথা বলবে না | পাল্টা সন্ত্রাসের জন্য বিজেপি তৈরি আছে "| রাজ্যের বিভিন্ন জেলায় এইভাবে আক্রমণাত্মক বোলবাচনের মাধ্যমে বিভিন্ন প্রান্ত থেকে ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে কমবেশি প্রতিটি সভাতেই বিজেপির সদস্য সংখ্যা বাড়ছে | আজ এই বিপুল জনসমাবেশ থেকে কমবেশি ১০০০ জন আদিবাসী ও অন্য সম্প্রদায়ের মানুষ ওন্দা বিধানসভার লেদাসন থেকে যোগদান করে |


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment