প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি

Indiapost24 Desk:দীর্ঘ ৯ বছর ডায়াবেটিক সেমি কোমায় আচ্ছন্ন থাকা ও অসুস্থতার দীর্ঘ সংগ্রাম চালিয়ে আজ দুপুরে নয়াদিল্লির এক বেসরকারি হাসপাতালে চলে গেলেন কংগ্রেস নেতা ও প্ৰাক্তন কেন্দ্রিয় মন্ত্রি প্রিয়রঞ্জন দাশমুন্সি |আজ শেষ নিঃস্বাস ত্যাগ করেন কংগ্রেস লোকনেতা |২০০৮ সালে ১২ অক্টোবর হৃদরোগে আক্ৰান্ত হন |কার্যত সেইসময় থেকে এতদিন কোমায় আছন্ন ছিলেন |২০০৮ -১১ পর্যন্ত দিল্লির এইমস এ ভর্তি ছিলেন |অবস্থার উন্নতি না ঘটায় তাকে বাড়ি যাবার পরামর্শ দেন চিকিৎসকেরা |তারপর থেকেই বাড়িতে নিজের ঘরে আবদ্ধ থাকেন তিনি |মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর |ছাত্রাবস্থা থেকেই সক্রিয় রাজনীতিতে ছিলেন |১৯৭০ সালে যুব কংগ্রেসের সভাপতি হন |১৯৭১ সালে সক্রিয় রাজনীতিতে প্রবেশ |এরপর থেকে দফায় মন্ত্রি হোন লোকনেতা |সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে এর সভাপতি ছিলেন তিঁনি |প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণে কংগ্রেস দলে শোকের ছায়া নেমে এসেছে |এদিন বেলা ১২ নাগাদ ইন্দ্রপ্রস্থের এক বেসরকারী হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন প্রিয়রঞ্জন |গত একমাস ধরে তাঁর অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক |
কয়েকদিন আগে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় |৯ বছর আগে কালিয়াগঞ্জে নিজের বাড়িতে দুর্গাপূজায় ধুনুচি নাচের সময় ডায়বেটিক কোমায় চলে যান প্রিয়রঞ্জন |আজ তার মৃত্যু শয্যার পাশে ছিলেন তাঁর স্ত্রী তথা প্রাক্তণ কেন্দ্ৰীয় মন্ত্ৰী ,কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি ,তাঁদের একমাত্র সন্তান মিছিল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment