"সোনিয়া মমতা আঁতাতে দুশ্চিন্তায় সিপিএম নেতৃত্ব "

NNS(Delhi):২০১৯ সালে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে সরিয়ে কেন্দ্রে কংগ্ৰেসের নেতৃত্বে এক বৃহত্তর ধর্ম নিরপেক্ষ সরকার গঠনের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগে কংগ্রেস সভা নেত্রী সোনিয়া গান্ধীর রাজনৈতিক আঁতাত নিশ্চিত হওয়ায় যঠেষ্ট দুশ্চিন্তার মধ্যে রোয়েছেন সিপিএমের পশ্চিমবঙ্গ বিগ্রেড | সিপিএমের বেঙ্গল লাইন পণ্থী শিবির কট্টর বিজেপি বিরোধি ও কংগ্রেস সম্পর্কে নরম মনোভাব নিয়ে চলে আসছেন |সিপিএমের হায়দ্রাবাদে আগামী পার্টি কংগ্রেসের দেশ জুরে বিজেপিকে হারাতে বৃহত্তম ধর্মনিরপেক্ষ ঐক্যের রাজনৈতিক লাইন সফল হবে বলেই পশ্চিমবঙ্গ বিগ্রেড আশাবাদী | কিন্তু পশ্চিমবঙ্গের পরিবর্তিত রাজনৈতিক সমীকরন ও কেন্দ্রে বিজেপি মোদি বিরোধিতার রাজনিতীতে সোনিয়া গান্ধীর সংগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগাম বোঝাপড়ায় যঠেষ্ট বিপাকে পড়েছেন সিপিএমের পশ্চিমবঙ্গ বিগ্রেড | কংগ্রেসকে সামান্য কটি আসন ছেড়ে তৃণমূল কংগ্রেস রাজ্যে বিজেপি বিরোধিতার মুখ্য শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে চাইছে | ফলে রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে সিপিএম এই আশঙ্কায় দুশ্চিন্তা বেড়েছে সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্বে | কংগ্রেস এর সংগে তৃণমূলের বোঝাপড়া চূড়ান্ত হলে বিজেপিকে এই রাজ্যে জোরালো ধাক্কা দেওয়া হবে বলে মনে করছেন কংগ্রেস হাই কম্যান্ড | এদিকে তৃণমূলে সৌগত রায় , সুব্রত মুখোপাধ্যায় , সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ দলের বহু শীর্ষ নেতাই মনে করেন যে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে এই রাজ্যে কোনঠাসা করতে হলে কংগ্রেস এর সংগে সমঝোতার রাস্তাতে হাঁটাই বুদ্ধিমানের কাজ হবে | শুধু বিজেপি নয় , এর ফলে সিপিএমকেও পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করে তোলা যাবে | তবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এর বর্তমান সভাপতি অধীর চৌধুরী ও তাঁর অনুগামীরা তৃনমূল কংগ্রেস এর সংগে জাতীয় স্তরে হাই কম্যান্ড জোট করলে তাকে সমর্থন দিয়েও লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনে বাম কংগ্রেস জোটের চিন্তাভাবনা ইতিমধ্যেই রাহুল গান্ধীর কাছে পৌঁছে দিয়েছেন | অন্যদিকে প্রদীপ ভট্টাচার্য , আব্দুল মান্নানের মত প্রবীন নেতারা বিজেপিকে রুখতে কংগ্রেস তৃনমূল বোঝাপড়ার পক্ষ্যে | অধীর বিরোধি শিবির কংগ্রেস হাই কম্যান্ডকে তৃণমূলের সঙ্গেই সমঝোতার আগাম বার্তা দিয়ে রেখেছেন | সামগ্রিক ভাবে কংগ্রেস এর আভ্যন্তরীন পরিস্থিতিতে অধীর বিরোধি শিবির হাই কম্যান্ড এর কাছে কংগ্রেস তৃনমূল রাজনৈতিক বোঝাপোড়ার জন্যে প্রদেশ নেতৃত্বের উপর নির্দেশ জারির আর্জি জানাতে চলেছেন বলে সূত্রের খবর |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment