NNS-বিজেপি শাসিত রাজস্থানের আজমির ও আলোয়ার লোকসভা কেন্দ্র ও মন্দাল গড়ের উপ নিবার্চনে কংগ্রেস ও বিজেপির মধ্যে জোর টক্কর দেখা গেছে। এই তিন কেন্দ্রে উপ নিবার্চনে ৪১ জন প্রার্থী থাকলেও মুল লড়াই যে,বিজেপি ও কংগ্রেস তা একান্তে মানছেন রাজস্থানের শাসক দল বিজেপির হেভিওয়েট নেতারাও।
রাজস্থান উপ নিবার্চনে সবচেয়ে বড় আকর্ষণ যে ইভি এম মেশিনে দেখা যাচ্ছে প্রার্থীদের ছবিও। তবে প্রার্থীদের ছবি দেখে উত্তজেতি ভোটাররাও। ইভিএমে একজন প্রার্থীর ভোটার বুঝতে পারবেন তিনি কাকে ভোট দিতে চলেছেন।
এবার রাজস্থানে উপ নিবার্চনে একই নামের একাধিক প্রার্থীর দাঁড় করানোর কৌশল নিয়েছেন বিজেপি ও কংগ্রেসের রাজ্যস্তরের নেতারা। এই উপ নিবার্চনে শাসক বিজেপির জনসমর্থনের শক্তি পরীক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
রাজস্থান উপ নিবার্চনে সবচেয়ে বড় আকর্ষণ যে ইভি এম মেশিনে দেখা যাচ্ছে প্রার্থীদের ছবিও। তবে প্রার্থীদের ছবি দেখে উত্তজেতি ভোটাররাও। ইভিএমে একজন প্রার্থীর ভোটার বুঝতে পারবেন তিনি কাকে ভোট দিতে চলেছেন।
এবার রাজস্থানে উপ নিবার্চনে একই নামের একাধিক প্রার্থীর দাঁড় করানোর কৌশল নিয়েছেন বিজেপি ও কংগ্রেসের রাজ্যস্তরের নেতারা। এই উপ নিবার্চনে শাসক বিজেপির জনসমর্থনের শক্তি পরীক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
0 comments:
Post a Comment