Indiapost24 Desk:আর্সেনিক কবলিত অঞ্চলগুলিতে আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহ করতে মাষ্টার প্ল্যান তৈরি করল রাজ্য সরকার | এই প্ল্যানের নাম দেওয়া হয়েছে "ভিশন 2020" | আর্সেনিক টাস্ক ফোর্স এর পরামর্শে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে | কাজটি করবে জনস্বাস্থ কারিগরি দপ্তর | এর জন্য খরচ যোগাবে রাজ্যের তহবিল,এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক ও জিকা |
বিভিন্ন প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্রের বিষেশজ্ঞদের নিয়ে এই আর্সেনিক টাস্ক ফোর্সটি গঠন করেছে রাজ্য সরকার | এই প্রতিষ্ঠানগুলি হল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, সারফেস ওয়াটার , ইনভেস্টিগেশন বিভাগ , জি এ এস আই , বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর , এস এস কে এম হাসপাতাল | ইতিমধ্যে ভিশন 2020 এর ৬১ শতাংশ কাজ হয়ে গেছে |
রাজ্যের প্রায় ৪০০ টিউবয়েল এ আর্সেনিক রিমুভাল কিট লাগিয়েছে সরকার | এই কিটগুলি ব্যবহারের জন্য সচেতনতার প্রসারও করবে রাজ্য সরকার | যে সব গ্রামে জলে জলে আর্সেনিকের মাত্রা বেশী সেখানে ভিন্ন কোন উৎস থেকে জল ব্যাবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে |
বিভিন্ন প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্রের বিষেশজ্ঞদের নিয়ে এই আর্সেনিক টাস্ক ফোর্সটি গঠন করেছে রাজ্য সরকার | এই প্রতিষ্ঠানগুলি হল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, সারফেস ওয়াটার , ইনভেস্টিগেশন বিভাগ , জি এ এস আই , বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর , এস এস কে এম হাসপাতাল | ইতিমধ্যে ভিশন 2020 এর ৬১ শতাংশ কাজ হয়ে গেছে |
রাজ্যের প্রায় ৪০০ টিউবয়েল এ আর্সেনিক রিমুভাল কিট লাগিয়েছে সরকার | এই কিটগুলি ব্যবহারের জন্য সচেতনতার প্রসারও করবে রাজ্য সরকার | যে সব গ্রামে জলে জলে আর্সেনিকের মাত্রা বেশী সেখানে ভিন্ন কোন উৎস থেকে জল ব্যাবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে |
0 comments:
Post a Comment