কালচিনি বিজেপিতে ভাঙ্গন !!!


NNS : গোৰ্খা জনমুক্তি মোর্চার পর এবার গেরুয়া শিবিরে বড় ধরনের ভাঙ্গন ঘটল ডুয়ার্সে | সম্প্রতি আলিপুরদুয়ারের কালচিনিতে ৫০০ জন স্থানীয় বিজেপি - নেতা কর্মী গেরুয়া শিবির ছেড়ে তৃনমূলে যোগদান করায় কলচিনিতে বিজেপি পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ধরনের ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে | 
        আলিপুরদুয়ার জেলা তৃনমূল কংগ্ৰেসের শীর্ষ নেতা মোহন শর্মা বিজেপি দলত্যাগীদের হাতে তৃনমূলের পতাকা তুলে দেন | জানা গেছে যে যুবমোর্চার নেতা শম্ভু নিরালা সহ যুবমোর্চার গোটা কালচিনি কমিটি তৃনমূলে সামিল হোয়েছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment