বিজেপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারকে সুনিশ্চিত করতে প্রার্থীকে না পেয়ে তার অন্তঃসত্ত্বা জা কে নিগ্রহ !!!


স্নেহাশিষ মুখার্জি 
আসন্ন পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বিরোধী শূন্য রাজনীতিকে প্ৰাধান্য দিতে রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করাকে সুনিশ্চিত করতে প্রার্থীকে না পেয়ে প্রার্থীর ৬ মাসের অন্তঃসত্ত্বা জা কে নিগ্রহ এবং তাঁর শ্বাশুড়ীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে | নদিয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া অঞ্চলের ঘটনা |

 অভিযোগ শনিবার আনুমানিক রাত্রী ২.১০ মিনিট নাগাদ একদল সশস্ত্র তৃণমূলী দুষ্কৃতি বিজেপি প্রার্থীকে বাড়ীতে না পেয়ে যথেচ্ছ ভাঙচুর , ভোটার কার্ড , আধার কার্ড , দলিল এবং বিভিন্ন নথিপত্র ছিনিয়ে নিয়ে যাওয়া , তার জা ৬ মাসের অন্তঃসত্ত্বার গোপনাঙ্গে আঘাত করা , এবং সর্বপরি ছোট্ট ছেলেটির মাথায় পিস্তল ঠেকিয়ে চিৎকার করলে মাথার খুলি উরিয়ে দেব বলেও শাসানির অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে | প্রার্থীর ৬ মাসের অন্তঃসত্বা জা কে প্ৰথমে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হলেও পরবর্তীতে অবস্থার অবন্নতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় | চিকিৎসকেরা জানায় তাঁর গোপন অঙ্গে তিনটি সেলাই পরেছে |

 নির্যাতিতার অভিযোগ শান্তিপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে বার বার অভিযোগের বয়ান পরিবর্তণের জন্য মানসিক চাপ দিতে থাকে | এই গোপনাঙ্গের আঘাত যে কোন হামলায় হয়নি , তার স্বামির দ্বারাই ঘটেছে বার বার কর্তব্যরত চিকিৎসক এই বলে অভিযোগের বয়ান পরিবর্তনের জন্য মানসিক চাপ দিতে থাকে | বিজেপি ঐ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে | নদিয়া পুলিশ সুপার জানান - 'অভিযোগ পেয়েছি | তদন্ত চলছে | তদন্তে যারা   দোষী প্রমাণিত হবে  তাদের  বিরুদ্ধে আইনত ব্যাবস্থা নেওয়া হবে ' |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment