Indiapost24 Web Desk : 14 মে পশ্চিমবঙ্গে একদিনের পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণের আগেই বিপুল জয় পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস| পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে, 14 মে ভোটগ্রহণের দিন ত্রিস্তর পঞ্চায়েতের 34% আসনে লড়াই হচ্ছেনা|
এরই ভেতর কুড়ি হাজার 76 টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস| পরিসংখ্যান বলছে, গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা 48 হাজার 650 | এরমধ্যে 16 হাজার 814 টি আসন বিরোধী শূন্য|
ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই আসনগুলিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস| এদিকে বিরোধীরা এই জয় নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে সন্ত্রাস ও হিংসায় এই জয় বলে পাল্টা অভিযোগ তুলেছেন|
এরই ভেতর কুড়ি হাজার 76 টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস| পরিসংখ্যান বলছে, গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা 48 হাজার 650 | এরমধ্যে 16 হাজার 814 টি আসন বিরোধী শূন্য|
ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই আসনগুলিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস| এদিকে বিরোধীরা এই জয় নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে সন্ত্রাস ও হিংসায় এই জয় বলে পাল্টা অভিযোগ তুলেছেন|
0 comments:
Post a Comment