NNS : পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রাক্তণ সভাপতি সোমেন মিত্র নয়া দিল্লির এমসে ভর্তি | তাঁর চিকিৎসা চলছে | কিডনি জনিত কারণে তাঁর ডায়ালোসিস চলছে | এছাড়া সুগার , রক্তচাপ , হৃদযন্ত্র সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে |
সোমেন মিত্রের অসুস্থতায় উদ্বেগে কংগ্রেস নেতারা | সোমেন নিজে চাইছেন কলকাতায় ফিরে যেতে | সোমেন মিত্রের অবস্থার অবন্নতিতে চিন্তা বাড়ছে পরিবার পরিজন ও দলীয় সহযোগীর ভিতরে | প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁকে দেখতে গিয়েছিলেন |
0 comments:
Post a Comment