গড়িয়াতেও আশ্রম আসারামের !!!


Indiapost24 Web Desk : দক্ষিণ কলকাতার গড়িয়া পাচপোতায় একটি চারতলা বাড়ি আছে| এলাকাতে স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর আশ্রম আছে| 1996 সালে কুড়ি বিঘা জমিতে আশ্রমের  কাজ শুরু হয়েছিল| 

2012 পর্যন্ত বছরে এক  দুইবার এই আশ্রমে এসেছে আশারাম| তার এখানকার ভক্তরা এখনও মনে করেন বাবা নির্দোষ| তাকে নাকি সাজানো মামলায় ফাঁসানো হয়েছে এমনটাই মত তার গড়িয়া অঞ্চলের ভক্তকুলের|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment