সিপিএম পলিটব্যুরোয় বিমান বসু বাদ যাচ্ছেন !!!


NNS : হায়দ্রাবাদে সিপিএমের দলীয় কংগ্রেস শুরুর আগে জোর জল্পনা যে, এবার দলের পলিটব্যুরো থেকে বিমান বসু বাদ পড়তে পারেন| বঙ্গ সিপিএমকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য সম্মেলন থেকে| বৃদ্ধ তন্ত্রে রাজ্য কমিটি থেকে বাদ পড়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ও অসুস্থ গৌতম দেব|

 তবে রয়ে গিয়েছিলেন আর এক প্রবীণ নেতা বিমান বসু| সেই বিমান বসু কে পলিটব্যুরো থেকে তাকে সরানোর জন্য আওয়াজ উঠে পড়েছে ইতিমধ্যে| তবে শেষ পর্যন্ত বিমান বসু কে  দলের পলিটবুরোতে রাখতে সক্রিয় দলেরই একাংশ বলে সূত্রের খবর|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment