NNS : মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস হিন্দু কট্টরপন্থী স্বামী অসীমানন্দ এবার বাংলায় বিজেপির হয়ে প্রচার ও সংগঠনের কাজ করবেন| রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন | মক্কা মসজিদ বিস্ফোরণে অভিযুক্ত ছিলেন স্বামী অসীমানন্দ ওরফে নব কুমার সরকার| তাকে বেকসুর খালাস করে আদালত|
অসীমানন্দ ওরফে নবকুমার সরকারের বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর| বিজেপি সভাপতি দিলীপ দিলীপ ঘোষ মনে করেন যে, অসীমানন্দ বিজেপির হয়ে প্রচার ও সংগঠনের কাজে লাগলে তাতে লাভবান হবে বিজেপিই |
0 comments:
Post a Comment