Indiapost24 Web Desk : বাংলা নতুন বছরকে কেন্দ্র করে সম্প্রতি কলকাতার বৈষ্ণব ঘাটার পাটুলির মোড়ে উন্মোচন করা হয় দুই কিংবদন্তী বাঙ্গালী সত্যজিত রায় ও কিশোরকুমারের ব্রোঞ্জের পূর্নাবয়ব প্রতিকৃতি | প্রতিকৃতি দুটি উদ্বোধন করেন এই প্রজম্মের দুই তারকা পরিচালক সন্দীপ রায় , ও সঙ্গীত শিল্পী অমিত কুমার | এর মধ্যে সন্দীপ রায় সত্যজিত রায়ের ছেলে | কিশোরকুমারের ছেলে অমিত কুমার |
প্রতিকৃতি উন্মোচনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী , সংগীত শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায় , সপক ভট্টাচার্য , কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ দেবাশীষ কুমার প্রমুখ | দুই বাঙালি কিংবদন্তির প্রতিকৃতির স্থাপনে খুশি কলকাতা ও লাগোয়া এলাকার মানুষজন |
0 comments:
Post a Comment