সৰ্বোচ্চ আদালতে বিজেপির কাল শুনানি !!!


স্নেহাশিষ মুখার্জি :  
পঞ্চায়েত ভোটে হিংসা , সন্ত্রাস নিয়ে সুপ্রিম কোর্টে গেল বিজেপি | আজ বিজেপির আবেদন গ্রহণ করেছে সৰ্বোচ্চ আদালত | কাল শুনানির দিন ধার্য করা হয়েছে | প্রধান বিচারপতি দীপক মিশ্রের এজলাসে এই শুনানি হবে | মনোনয়ন জমা দেওয়ার দিন শেষ হয়ে আসছে | বিজেপির এই আবেদনে শুনানির দিন ধার্য করা হয়েছে কাল শুক্রবার | 

বুধবারই বিজেপির লিগ্যাল সেল পৌঁছে গিয়েছিল সৰ্বোচ্চ আদালতে | পঞ্চায়েত ভোট প্রক্রিয়া সুষ্ঠভাবে পরিচালনায় ব্যার্থ পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন | আগেই সাংবদিকদের কাছে দুটি মামলা করার কথা জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ | সোমবার থেকে শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া | শুরু থেকেই বীরভুম , হুগলি , দক্ষিণ চব্বিশ পরগণা  সহ একাধিক জেলায় বিরোধীদের ওপর শাসক দলের হামলার অভিযোগ উঠেছে | 

একাধারে যেমন মনোনয়ন তুলতে বাধা দেওয়া হচ্ছে , ঠিক তেমনই মনোনয়ন জমা দেওয়ার সময়  অস্ত্র নিয়ে তৃনমূল কর্মি সমর্থকরা রাস্তায় দাঁড়িয়ে থাকছেন বলেও অভিযোগ | কোথাও কোথাও আবার মনোনয়ন ছিঁড়ে ফেলে বিরোধীদের ওপর অস্ত্র নিয়ে চড়াও হওয়ারও অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে |এদিকে নদিয়ার চাপড়া ব্লকে সিপিআইএম দলের প্রার্থীরা দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রস্তুত করার কার্যে ব্যাস্ত থাকার সময় সকাল সাড়ে দশটার সময় একদল তৃণমূল দুষ্কৃতি দলীয় কার্যালয়ে আক্রমণ করে বলে অভিযোগ | প্রার্থী তিরুবুদ্দিন শেখকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ এবং দলীয় কর্মি আরশাদ শেখকে মারধর ও মহিলাদের ওপর চড়াও হওয়ারও অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে | 

এছাড়া নদিয়ার হাঁসখালি ব্লকেও ময়ূরহাট ২ পঞ্চায়েতের সিপিআইএম নেতা রঘুনাথ সরকারকেও তৃণমূলীরা মারধর করে মনোনয়ন পত্র কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে |   বাদ যাচ্ছেন না নিরীহ মানুষ এবং সাংবাদিকরাও | উত্তরবঙ্গে কুচবিহারে নিগৃহীত পাঁচজন সাংবাদিক এবং গত ৩রা এপ্রিল খবর সংগ্রহ করতে গিয়ে ফলতায় শুভজিত দাস , ও সৌভিক মণ্ডল নামে দুইজন চিত্র গ্রাহক শাসকদলের দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হন | এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত খবর সংগ্রহে  সাংবাদিকরা জেলা শাসকের কাছে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যাবস্থা নেওয়ার আবেদন জানান | 

 এছাড়াও  বীরভূমের দুবরাজপুর , ময়ূরেশ্বরের নলহাটি , নদিয়ার ফুলিয়ায় ,  রামপুরহাট , লাভপুরে অস্ত্র হাতে তৃণমূল কর্মিদের দেখা গিয়েছে বলে অভিযোগ বিরোধীদের | কোথাও বা বিরোধিদের বাঁশ পেটা করা হচ্ছে | একাধিক জেলা থেকেও ভয় দেখানো , মারধরের অভিযোগ তুলছে বিজেপি , সিপিএম ও কংগ্রেস |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment