NNS : তীর, ধনুক নিয়ে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে| গতরাতে কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার নয়ারহাট এ ঘটনাটি ঘটেছে|
তীরের আঘাতে আহত হয়েছেন তিন বিজেপি কর্মী| তার মধ্যে এক বিজেপি কর্মী মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন| তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করে বলেছে যে, বিজেপির গোষ্ঠী কলহের কারণে এই ঘটনা ঘটেছে, এতে তৃণমূলের কোন যোগ নেই|
0 comments:
Post a Comment