ত্রিপুরায় জয়ের আশায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব




Indiapost24 Web Desk:অসমের ১৪ আসনের অন্ততঃ ১০-১১ আসনে জয় চাইছে বিজেপি হাইকম্যান্ড। অসমে ১০-১১টি লোকসভা আসনে জ্যের স্বপ্ন ফেরি করে চলেছে অসম তথা উত্তর-পূর্বে গেরুয়া শিবিরের স্ট্রংম্যান হিমন্ত বিশ্ব শর্মা। শুধু অসমেই নয় ত্রিপুরার পূর্ব ও পশ্চিম ২ আসনেই স্বপ্ন দেখানোর কাজ করে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জোট সঙ্গিদের নিয়ে হিমন্ত বিশ্বশর্মা উত্তর-পূর্বের ২৫টি আসনের ২০-২২ টি আসন জয়ের স্বপ্ন ফেরি করেছেন। তাতে অসমের ১০-১১, ত্রিপুরার-২, নাগাল্যান্ড-২, মেঘালয়-২, অরুণাচল প্রদেশ-২ আসন থাকলেও মিজোরাম নিয়ে নির্বাক হিমন্ত। মিজোরামে যে বিজেপি বা তার রাজনৈতিক সঙ্গী এন এন এফের জয়ের সম্ভাবনা নেই তা বুঝেই মিজোরাম ব্ল্যাংক রেখেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের অতি আস্থা ভাজন হলেন হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর- পূর্ব, অসম নিয়ে তাই অমিত শাহ নির্ভর করেন হিমন্ত বিশ্ব শর্মার নানা ইস্যুতে পর্যবেক্ষণ, রাজনৈতিক পরামর্শের। হিমন্ত বিশ্বশর্মা অমিত শাহকে আশ্বস্ত করেছেন যে উত্তর-পূর্বে লোকসভা নির্বাচনের ফল নিয়ে আদৌ চিন্তিত হবেন না। উত্তর-পূর্বে অসম, ত্রিপুরা সহ ২৫ আসনের মধ্যে বিজেপি অবশ্যই ১৮-২০ আসনে বিজয়ী হবে। উত্তর-পূর্বে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় তেমন কোন ইতিবাচক প্রভাব নেই বলেই মনে করছেন উত্তর-পূর্বে গেরুয়া শিবিরের স্ট্রংম্যান হিমন্ত বিশ্ব শর্মা।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment