হিরণের বিরুদ্ধে তদন্ত চালাবে পুলিশ?

 



Indiapost24 Web Desk:বিজেপি নেতা, খড়গপুরের বর্তমান বিধায়ক তথা ঘাটালের দলীয় প্রার্থী অভিনেতা  হিরণ  চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছিল, তার ভিত্তিতে তদন্ত চালাতে পারবে পুলিশ। তবে এখনই হিরণকে গ্রেফতার করা যাবে না। আজ  এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই জানালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। এর আগে এই মামলায় তিনিই তদন্তে স্থগিতাদেশ দিয়েছিলেন। ভোট মিটে যাওয়ার পর আবার তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি পুলিশকে দিলেন বিচারপতি। সেই সঙ্গে জানিয়েছেন, আদালতের অনুমতি ছাড়া হিরণকে গ্রেফতার করতে পারবে না পুলিশ।

 গত ১৮ মে ঘাটাল তৃণমূলের ব্লক সভাপতি  দিলীপ মাজির অভিযোগের ভিত্তিতে ঘাটাল থানায় একটি এফআইআর  দায়ের করা হয়। সেখানে হিরণ-সহ তিন জনের নাম ছিল। অভিযোগ, ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবের একটি ভুয়ো অডিয়ো তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ভাবে ভোটের আগে দেবের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। ওই অডিয়োয় স্পর্শকাতর বিষয় ছিল বলে পুলিশকে জানিয়েছিলেন অভিযোগকারী। অডিয়োয় দেবের কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর আরও অভিযোগ ছিল, দেবের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদী’, ‘খুনি’, ‘রক্তমাখা হাত’, ‘আতঙ্কবাদী’ ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়েছে। এই এফআইআরকে চ্যালেঞ্জ করে হিরণ আদালতে যান। এফআইআরে নাম থাকা ঘাটালের স্থানীয় বিজেপি নেতা তমোঘ্ন দে-ও মামলা করেন ওই এফআইআরের বিরুদ্ধে। বিচারপতি সিংহ ঘাটালে ভোটের আগে ওই তদন্ত স্থগিতাদেশ দিয়েছিলেন। জানিয়েছিলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ এই এফআইআরের ভিত্তিতে তদন্ত করতে পারবে না। সোমবার স্থগিতাদেশ তুলে নেওয়া হল।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment