Indiapost24 Web Desk:বঙ্গে সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট এবারের লোকসভা নির্বাচনে ৩০টি আসনে ও এই রাজ্যে জোট সঙ্গী কংগ্রেস ১২টি আসনে লড়াই করে। বামেদের মধ্যে সি পি এম ২৪ আসনে, সি পি আই, আর এস পি ও ফরোয়ার্ড ব্লক ২টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যাচ্ছে যে, মুর্শিদাবাদ কেন্দ্রে সি পি এমের পলিটব্যুরোর সদস্য তথা পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহঃ সেলিম ও দমদম কেন্দ্রে সি পি এমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্ত্তী ছাড়া ২৮ জন বামফ্রন্ট প্রার্থী জামানত খুয়েছেন।
অন্যদিকে জোট সঙ্গী কংগ্রেস দক্ষিণ মালদহে জয়ী হয়েছে। ইশা খান চৌধুরী লক্ষাধিক ভোটে জয়ী হয়েছে। এছাড়া বহরমপুরে অধীর চৌধুরী, উত্তর মালদহে মোস্তাক আলম, জংগীপুরে মুর্তজা হোসেন হারলেও দ্বিতীয়স্থানে ছিলেন। রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ জামানত রাখতে পেরেছেন। ১২ আসনে প্রার্থী দিয়ে কংগ্রেসের তুলনামুলক ফল ভাল। কংগ্রেস মাত্র ১২ আসনে প্রার্থী দিয়ে প্রায় ৫ শতাংশ জনসমর্থন পেয়েছে। অন্যদিকে সি পি এমের নেতৃত্বে বামফ্রন্ট ৬.৪ শতাংশ ভোট পেয়েছে।
নির্বাচনে বাম-কংগ্রেস জোট পশ্চিমবঙ্গে বিজেপিকে হারাতে নেতিবাচক ভূমিকা নেয়। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও প্রতিষ্ঠান ভোট ভাগ হওয়ায় বিজেপির আসন একধাক্কায় ১২তে নেমে যায়। বিজেপির আসন সংখ্যা কমার ক্ষেত্রে বাম-কংগ্রেস জোটের গুরুত্বপূর্ণ ভূমিকা এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।
বিজেপির অভিযোগ যে, পশ্চিমবঙ্গে বিজেপিকে হারাতে কংগ্রেস-বাম জোটের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের গোপন সমঝোতা ছিল। এই সমঝোতা ও তৃণমূল বিরোধী ভোট ভাগ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সি পি এম ও কংগ্রেসের পশ্চিমবঙ্গ নেতৃত্ব।
বিজেপির রাজ্য মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য্যের অভিযোগ যে, আরামবাগ, মেদিনীপুর, বাঁকুড়া, আসানসোল, ব্যারাকপুর, হুগলি, কৃষ্ণনগর, কোচবিহার-এর মত কেন্দ্রে বামেরা তৃণমূল বিরোধী ভোটে ভাগ বসানোয় বিজেপির হার হয়েছে। তাঁর অভিযোগ যে, সি পি এমের নেতারা প্রচারে বিজেপিকেই হারানোর ডাক দেন। শুধু তাই নয় অতি বামপন্থী সি পি আই (এম এল)-লিবারেশন ও অন্য অতি বামপন্থী সংগঠনগুলি যৌথ মঞ্চ প্রকাশ্যে বিজেপিকে হারাতে প্রচার চালান। ২০২১-এ বিধানসভা নির্বাচনেও বাম-অতি বামেরা ‘নো ভোট টু বিজেপি’ প্রচারে মুখর ছিলেন। শমিক ভট্টাচার্য্যের অভিযোগ নিজেদের নাক কেটে বিজেপির যাত্রা ভঙ্গ করাই ছিল বামপন্থী ও অতি বামপন্থঅদের রাজনৈতিক কৌশল। বাম-কংগ্রেস জোট তৃণমূলকে জেতাতেই রাস্তায় ছিলেন বলে অভিযোগ বিজেপির।
0 comments:
Post a Comment