কেন্দ্রীয় এজেন্সির তদন্তে আস্থা হারাচ্ছে গেরুয়া শিবির

 



এনএসএস:নানা কেন্দ্রীয় এজেন্সি সিবিআই,ইডি,এনআইএ, গোয়েন্দা দপ্তর,আয়কর দপ্তর –পশ্চিমবঙ্গে নানা মামলার তদন্তে রয়েছে কেন্দ্রীয় এজেন্সি গুলি। কিন্তু এখন কেন্দ্রীয় এজেন্সির দীর্ঘ মেয়াদী তদন্তে আস্থা হারিয়েছে বঙ্গের গেরুয়া শিবির।

সারদা কান্ডের তদন্তে প্রভাবশালী যোগ নির্ণয়ে ব্যর্থ সিবিআই। কেন্দ্রের সাফাই সারদা তদন্তের প্রমাণ লোপাট করা হয়েছে। নারদা কান্ডে নির্বাক কেন্দ্রীয় এজেন্সি। পূর্বা তন সংসদের লোকসভার এথিক্স কমিটি নারদ নিয়ে জিজ্ঞাসাবাদ করেনি। সিপিএম- কংগ্রেস এ নিয়ে মোদী দিদি সেটিং ত্বত্ব নিয়ে সরব।

আরজিকর কান্ডে সিবিআই মূল অভিযুক্তদের গ্রেফতারে সমর্থ হবে এমন আশা ছেড়েই দিয়েছেন নাগরিক সমাজ।নানা চাপ থাকা সত্বেও সিবি আই দীর্ঘমেয়াদি তদন্তের দিকেই ঝুঁকতে চলেছে। এতে বিড়ম্বনায় গেরুয়া শিবির। কলকাতা পুলিশ যতটা তদন্ত করেছে তার থেকে একচুলো এগোতে পারেনি সিবিআই  এমনটাই বলছেন তৃণমূল  নেতারা।

আরজিকর কান্ডে আসল অপরাধীরা গ্রেফতার না হলে যে বিজেপির  মুখ পুড়বে তা মানেন দলের নেতারাই। আরজিকর কান্ডে তাই চিন্তায় বঙ্গ বিজেপি নেতৃত্ব। সামগ্রিকভাবে কেন্দ্রীয় এজেন্সি গুলির তদন্তে অস্বস্তিতেই গেরুয়া শিবির তাই এবার অসন্তোষ বিজেপির অন্দরে দানা বাঁধছে। 


এর আগে বঙ্গের গরু পাচার কয়লা পাচার,দুর্নীতি,টাকা পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির তদন্ত প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন বিজেপির অন্দরে। দলের পশ্চিমবঙ্গ শাখার একাধিক নেতা নেত্রী,সাংসদ বিধায়করা সিবিআই-এর দীর্ঘ মেয়াদী তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন। লোকসভা নির্বাচনেরে সময় রাজনীতিক কারণে বিজেপির নির্দেশে তৃণমূল নেতা জনপ্রতিনিধিদের হেনস্থা করেছে কেন্দ্রীয় এজেন্সি গুলি বলে প্রচারে সরব হয় তৃণমূল। এতে বিজেপির অস্বস্তি বাড়ে। শুধু তৃণমূল কংগ্রেস নয়,সিপিএম, কংগ্রেস সহ বাম ও অতি বাম    দলগুলির রাজ্যে রাজ্যে ইডি, সিবিআই লাগিয়ে বিরোধী নেতাদের হেনস্থার অভিযোগে   সরব। 


অতি সম্প্রতি কংগ্রেস নেতারাও সমাজ মাধ্যমে অভিযোগ তুলেছেন যে রাহুল গান্ধী কে ইচ্ছাকৃত ভাবে হেনস্থা করছে ইডি।

সামগ্রিকভাবে কোর্টের নির্দেশে নানা দুর্নীতি মামলা- কয়লা ও গরু পাচার, সারদা, নারদা, রোজভ্যালি কান্ডে কেন্দ্রীয় এজেন্সি গুলির ভূমিকায় অসন্তুষ্ট বঙ্গের বিজেপি শাখা।  আখেরে এর ফলে মাইলেজ পেয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ও তাঁদের সুপ্রিম মমতা    বন্দ্যোপাধ্যায় বলে মনে করচজেন বিজেপির বঙ্গ নেতৃত্ব।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment