"মুকুলপন্থীদের বিরুদ্ধে সি আই ডি অভিযান "


Indiapost24 Desk:একদা তৃণমূল কংগ্ৰেসের সেকন্ড ইন কম্যান্ড মুকুল রায় গেরুয়া শিবিরে পা বাড়ানোর পর তৃনমূল যেকোন ভাঙনের সম্ভবনা রুখতে নবান্নের নির্দেশে এবারে বাছাই করা মুকুল রায় অনুগামীদের বিরুদ্ধে রাজ্য গোয়েন্দা পুলিশ সিআইডির অভিযান শুরু হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে মুকুলপন্থিদের অভ্যন্তরে | ইতিমধ্যে চিট গেট কাণ্ডে উত্তর ২৪ পরগনার মুকুল পণ্থী নেতা পৃথ্বীশ দাশগুপ্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে | এরপর বাগুইহাটি থেকে দেবাশীষ দাসকে গ্রেপ্তার করা হয় | মুকুলপন্থী নেতা সুজিত শ্যামকে গ্রেপ্তারের জন্য তৎপর হয়েছেন সিআইডি আধিকারিকরা | তালিকায় রোয়েছেন জয়ন্ত মুখোপাধ্যায় , সৌম মুখোপাধ্যায় সহ একাধিক মুকুলপন্থি নেতাও | এদিকে বালুরঘাটের তরুণী নম্রতা দত্তের অভিযোগের ভিত্তিতে সিআইডি মুকুলঘনিষ্ঠ নেত্রী অর্চণা মজুমদারকে সিআইডি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কাণ্ডে জেরার জন্য তলব করেছেন | এদিকে নম্রতা দত্তের অভিযোগের ভিত্তিতে সিআইডি নোটিশ দিলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন সিআইডি দপ্তরে হাজিরা দেননি | মুকুল রায়ের মাধ্যমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন এমন সম্ভাবনার কথা উঠে এসেছে | মুকুলপন্থিদের সিআইডি অভিযানের মাধ্যমে তৃনমূলের সর্বস্তরে বার্তা দেওয়া হচ্ছে যে গেরুয়া শিবির বা মুকুল রায়ের সংগে কেউ যেতে চাইলে তাকে রাজনৈতিক প্রতিহিংসার সামনে দাঁড়াতে হবে এমনটাই মনে করছেন রাজনৈতিকমহল |



Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment