রক্ত দুর্নীতিতে অভিযুক্ত কৌস্তব কুন্ডু কে জুতোর মালা পড়ালো মহিলারা

 



স্নেহাশীষ মুখার্জি, নদিয়া 8 জানুয়ারি


নদিয়া কৃষ্ণনগর ব্লাড ব্যাংকের কর্মী কৌস্তব কুন্ডু কে গলায় জুতার মালা এলাকার মানুষের। রক্ত কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্য দপ্তর তাকে বদলি করেন বগুলা গ্রামীণ হাসপাতালে।ওই রক্ত দুর্নীতির কেলেঙ্কারির অভিযুক্ত আজকে হাসপাতলে কাজে যোগদান করতে গেলে তাকে হাসপাতালে বাইরে জুতোর মালা পরিয়ে দেয় এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। দিন কয়েক আগে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্ত নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতিতে সরাসরি নাম জড়ায় ব্লাড ব্যাংকের কর্মী কৌস্তব কুন্ডু সহ আরো এক কর্মীর। এরপরই গোটা কৃষ্ণনগর জুড়ে নিন্দার ঝড় ওঠে। জেলা স্বাস্থ্য দপ্তরে পক্ষ থেকে তদন্ত করে যথা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। গত দুইদিন আগে তাদেরকে বগুলা হাসপাতাল এবং নবদ্বীপ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ যখন অভিযুক্ত কৌস্তব কুন্ডু কাজে যোগদান করার জন্য বগুলা হাসপাতালে যায় তখন সেখানকার মহিলারা তাকে জুতোর মালা পরা। পাশাপাশি সে যেন বগুলা হাসপাতালে কাজে যোগ না দিতে পারে তা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment