পাহাড়ে কেন্দ্রীয় বাহিনীর প্রত্যাহার নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলো কেন্দ্র

দার্জিলিং পাহাড়ে কেন্দ্ৰীয় বাহিনীর প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন জানালো রাজ্য প্রশাসন |কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে মূল মামলা এখনও কলকাতা হাইকোর্ট বিচারাধীন |এই অবস্থায় বাহিনী প্রত্তাহারের সিদ্ধান্ত কেন ?মামলা দায়ের করার অনুমতি মঞ্জুর আদালতের |গতকাল পাহাড় নিয়ে নবান্ন এ সর্বদলীয় বৈঠকের পর মূখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন একটা আসনের জন্য বিজেপি চাইছে রাজ্য ভাগ করে দিতে |তার দাবি বাহিনী নিয়ে কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করছে |
পাহাড়ের প্রসঙ্গে মোদী সরকারকে বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করতে গিয়ে মমতা অন্য রাজ্যে কি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রয়েছে তার পরিসংখ্যান টেনে আনেন |তিনি বলেন ছত্রিশগড় ২৫২,ঝাড়খন্ড ১২০ ,দিল্লী ৪০ ,উড়িষ্যা ৮৪ ,বিহার ৪৮ ,আগে পশ্চিমবঙ্গে ৬০ ছিল এখন কমে ১৫ টি কোম্পানি হয়েছে বলে জানান মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |তার থেকে ৭ কোম্পানি নিয়ে নেওয়া হচ্ছে |মোদী সরকারের বিরুদ্ধে কেন এই অভিযোগ করেন তার যুক্তি দেওয়ার চেষ্টা করেন মূখ্যমন্ত্রী |আজ কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের দায়ের করা মামলা কেন্দ্রীয় বাহিনীর প্রত্যাহার করা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি হরিশ ট্যান্ডন |হাইকোর্টে রাজ্যের ই জিত হয়েছে |এদিন বিচারপতি হরিশ ট্যাণ্ডন বাহিনী প্রত্যাহারে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছেন |কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পুরো বিষয়টা জানানো হয়েছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment