NNS : সাবেক পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশ থেকে অত্যাচারের শিকার হয়ে যে সব হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গ ,অসম ,ত্রিপুরা ,মেঘালয় উত্তরপূর্ব ,ঝাড়খণ্ড ,উড়িষ্যা ,বিহারে এসে নিজেদের রক্ষা করেছেন তাদের বিরুদ্ধে মুখর অসমীয়া উপজাতীয়তাবাদী শক্তিগুলি |২০১৪ সালে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর পাকিস্তান ,আফগানিস্তান ,বাংলাদেশ থেকে নিপীড়নের কারনে চলে আসা শিখ ,হিন্দু ,বৌদ্ধ ,পাঞ্জাবি হিন্দুদের ভারতে দীর্ঘদিন ভিসা থাকার পাশাপাশি এদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার চেষ্টা শুরু করেছেন |মোদী সরকারের এই উদ্যোগের বিরোধিতায় আশু অসম গণ পরিষদ অসমিয়া উগ্র উপজাতীয়তাবাদীরা দ্বিতীয় অসম আন্দলোনের হুমকি দিয়েছেন |নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সুকৌশলে অসমে কংগ্রেস পশ্চিমবঙ্গ তৃনমূল কংগ্রেস শাসকদল অবস্থান নেওয়ায় হিন্দু বাঙালিদের নাগরিকত্ব এ সংশয় তৈরি হয়েছে |অসমে বিজেপি নেতৃত্বের এক অংশ হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেওয়ায় মোদী সরকারের বিরুদ্ধে অসু ,অগপর হুমকিতে অসস্তি প্রকাশ করেছেন |শুধু তাই নয় কংগ্রেসও অসমে হিন্দু নাগরিকত্বের বিরোধীতা করে দীর্ঘদিন বসবাসকারী মুসলিমদেরও নাগরিকত্ব দেওয়ার সওয়াল শুরু করেছেন |এদিকে পশ্চিমবঙ্গ তৃনমূল শাষকদল মোদী সরকারের বিরোধিতা করে মুসলিম জনসমর্থন চাইছে |
কংগ্রেস, তৃনমূল কংগ্রেস ,অসম উগ্র জাতীয়তাবাদীদের ভূমিকায় অনিশ্চিত হয়ে পরেছে হিন্দু বাঙালিদের নাগরিকত্ব পাওয়ার অধিকার |তৃনমূল কংগ্রেস ও সিপিএম নেতৃত্বরা, বাঙালি হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হলে বাংলাদেশ থেকে চলে আসা বাঙালি মুসলিমদের কেন নাগরিকত্ব দেওয়া হবে না সে প্রশ্ন তুলে কার্যত পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ থেকে চলে আসা হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেওয়ার তৎপরতাকে বানচাল করতে চাইছেন বলেও মনে করছে রাজনৈতিক মহল |
0 comments:
Post a Comment