বাংলাদেশ থেকে চলে আসা হিন্দু বাঙালিদের হতাশা বাড়ছে ...

Indiapost24 Desk:নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তান,আফগানিস্তান ,বাংলাদেশ হয়ে আসা শিখ ,হিন্দু ,বৌদ্ধ ,খ্রিস্টান দের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণে সচেষ্ট হয়েছেন |এবিষয়ে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব আইন সংশোধন করে যে বিল আনতে চেয়েছেন তা নিয়ে উগ্রমূর্তি ধারণ করেছেন অসম বিজেপির দোসর অসম গণপরিষদ ও আসুর নেতৃত্ব |অসমে হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেওয়া হলে তার বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিয়েছেন দুই অসমিয়া উপজাতীয়তাবাদী দল ও সংগঠন |অসমের বিভিন্ন প্রান্তে তারা বাঙালি হিন্দুদের নাগরিকত্ব দিয়ে অসম বাঁচাতে অসমিয়া ও উপজাতি জনগণকে আবেদন জানাচ্ছে |এদিকে অসমের বাঙালি পরিষদ হিন্দু বাঙালিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার দাবীতে সরব হয়েছেন |অসমের প্ৰাক্তন মুখ্যমন্ত্রী তরুন গগৈ বিজেপি সরকারের নাগরিকত্ব বিলে ধর্মীয় বিভাজনের চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে দীর্ঘদিন ভারতে থাকা মুসলিম সম্প্রদায়ের মানুষকেও ভারতীয় নাগরিকত্ব দেবার দাবী তুলেছেন |আবার তৃনমূল কংগ্রেসের সঙ্গে সুর মিলিয়ে সিপিএম কংগ্রেসও মোদী সরকারের নাগরিকত্ব বিল এর বিরোধিতায় সরব হয়েছেন |
তবে স্বরাষ্ট্র মন্ত্রকের কমিটিতে এই বিলের ধর্মীয় বিভাজন করা হয়েছে বলে বিলের বিরোধিতা করেন বিজেপি বিরোধীরা |ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার এই বিলের বিরুদ্ধে মুখ খোলায় খুশি হয়েছেন তরুন গগৈ |সংঘ পরিবার এই বিলের অসমিয়া ,বাঙালি ,নেপালি উপজাতি হিন্দুভাষী হিন্দুদের একজোট হওয়ার পরামর্শ দিয়েছেন |সংঘের কাছে অসম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হোক তা কাম্য নয় বলে মনে করছেন পর্যবেক্ষক মহল |তবে বাস্তব পরিস্থিতি বুঝে সাবেক পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে চলে আসা হিন্দুবাঙালিদের নাগরিকত্বের বিষয়টি ধামাচাপা পরে গেছে |
অগপ ,আসু ,বিজেপির অভ্যন্তরে আসু -অগপ থেকে চলে আসা হিন্দুবাঙালি দের নাগরিকত্ব প্রদানের মোদি সরকারের তৎপরতাকে হুঁমকি দিয়ে আটকে এন আর সি তৈরির সময়ে প্রশাসন যে সব নীতি গ্রহন করেছেন তাতে ব্রম্ভপুত্র উপত্যকার বাংলাভাষীদের সমস্যা আরও সঙ্কটজনক হতে পারে |অসমে বাংলাদেশ থেকে চলে আসা হিন্দু বাঙালিদের নাগরিকত্বের সম্ভাবনা যে নেই তা মানছেন অসমের বাঙালি সমাজের বিভিন্ন স্তরের নেতারা |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment