সেল কাউন্ট কেনার উদ্যোগ কলকাতা পুরসভার

Indiapost24 Desk:দ্রুত  প্লেটলেট দেখতে সেল  কাউন্ট  কিনতে চলেছে কলকাতা পুরসভা.. মাইক্রোস্কোপের  পাশাপাশি সেল কাউন্ট  এর মাধ্যমে রোগীর শরীরের প্লেটলেটের সংখ্যা দ্রুত খতিয়ে দেখতেই এই ভাবনা.. প্রতি বছর জানুয়ারি মাস থেকে ডেঙ্গু রোধে কাজ শুরু করে  কলকাতা পুরসভা,আর এ বছরও  তার অন্যথা হয়নি..জনস্বাস্থ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে তাড়াতাড়ি রোগ নির্ণয় করাই কলকাতা পুরসভার উদ্দেশ্য.. সাধারণ মানুষের সুবিধার্থে ইতিমধ্যে কলকাতাতে 15 টি ডেঙ্গু নির্ণয়  কেন্দ্র তৈরি করা হয়েছে.. মেয়র পরিষদ এই বিষয়ে বলেন ভারতবর্ষে ডেঙ্গু রুখতে  যে পরিকাঠামো কলকাতার পুরসভায় রয়েছে তার অন্য কোন রাজ্য নেই এমনটাই দাবি করেন এদিন, তিনি আরো  বলেন  তারা অধিক সচেতন এবং  আগামী নভেম্বর মাসে স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে  এবং সঙ্গে পৌরপিতাদের নিজ নিজ এলাকা সরেজমিনে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে..

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment