বঙ্গেও সমঝোতার রাস্তায় কংগ্রেস - তৃণমুল কংগ্রেস

মোস্তাক আহমেদ জমাদার : জাতীয় রাজনীতিতে বিজেপিকে ধাক্কা দিযে কেন্দ্র বিজেপি বিরোধী জোট সরকার গঠনের কৌশল চূড়ান্ত করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর রাজনৈতিক পরামর্শদাতারা । এই লক্ষ্যে রাহুল গান্ধীকে কংগ্রেসের সভাপতির পদ ছেড়ে দিয়ে সোনিয়া গান্ধী নিজে ইউপিএর চেয়ারপার্সেনের দায়িত্ব সামলানোর সিদ্ধান্ত নিতে চলেছেন । লোকসভা নির্বাচনে বিজেপিকে রাজনৈতীক ভাবে কোনঠাসা করতে পশ্চিমবঙ্গে তৃনমুল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার নির্দেশ দিয়েছেন ।
আমেদ প্যাটেল মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন । জানা গেছে যে , প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে লোকসভা নির্বাচন নিয়ে মাথা না গলাতে নির্দেশ দেওয়া হয়েছে । কংগ্রেস চায় অগামী লোকসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে তৃণমুল - কংগ্রেস বোঝাপড়ার রাস্তা চুড়ান্ত করতে । কংগ্রেস প্রাথমিক ভাবে লোকসভায় পশ্চিমবঙ্গে তাঁদের বর্তমান চারটি আসন ছাড়াও আরো চারটি আসন তৃণমুল কংগ্রেসের কাছ থেকে চাইবে বলে জানা গেছে । বিজেপিকে রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গেও ধাক্কা দেওয়ার লক্ষ্যে বামপন্থীদের চেয়ে তৃণমূলকেই কংগ্রেস হাইকমাণ্ডের যে পছন্দ সে বিষয়ে একমত রাজনৈতিক মহল ।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment