ক্ষোভ বাড়ছে সংযুক্ত জনতা দলে

NNS:কংগ্রেস রাষ্ট্রিয় জনতা দলের সঙ্গে বিহারে জোট ছিন্ন করে সংযুক্ত জনতা দলের সুপ্রিমো নীতিশ কুমার বিহারে বিজেপির সহযোগি শক্তি হওয়ার পর নরেন্দ্র মোদি -অমিত শাহদের শীতল আচরণে বেজায় বিপাকে নিতিশ কুমার |তাঁর আশা ছিল শুধু বিহারেই নয় জাতীয় রাজনীতিতেও সংযুক্ত জনতা দলকে গুরুত্ব দেবে বিজেপি |এন ডি এ জোটের আহবায়ক পদ কেন্দ্রিয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হবে সংযুক্ত জনতা দলকে |কয়েকমাস হল নিতিশ কুমারের রাজনৈতিক অভুত্থানে লালু প্রসাদ যাদব ও তার দল আর জে ডি বিহারে কোণঠাসা |কিন্তু নিতিশ কুমার গুরুত্ত্ব ও উপযুক্ত মর্যাদা পাননি নরেন্দ্র মোদি -অমিত শাহদের কাছ থেকে |এর তিব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে দলের অভ্যন্তরে |বিদ্রোহী নেতা শারদ যাদব ও তার সমর্থকরা এই ক্ষোভ কে উষ্কে দিতে ততপর |২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে নিতিশ কুমার পাল্টি খেতে পারেন বলে মনে করছে পর্যবেক্ষক মহল |এদিকে অভিযোগ উঠছে বিজেপি সংযুক্ত জনতা দলের অভন্তরে নিতিশ বিরোধি বিদ্রোহের চেষ্টা চালাচ্ছে |বিজেপির লক্ষ নিতিশ কুমারের দলকে আগামী লোকসভা নির্বাচনের আগে গিলে ফেলা |অন্যদিকে রাজনৈতিক মহল মনে করছে গুজরাট ,ছত্রিশগর ,মধ্যপ্রদেশ ,রাজস্থান বিজেপির খারাপ ফল হলে নিতিশ কুমার আবার কংগ্রেস নেতৃত্বে বিজেপি বিরোধি জটের শরিক হোয়ে ফিরতে পারেন এমন সম্ভবনা উরিয়ে দিচ্ছেন না রাজনৈতিক মহল |

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment